মোথাবাড়ি: কালিয়াচক ২ বিডিও অফিস ও বাঙ্গিটোলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার থাবা। সূত্রের খবর, বিডিও অফিসের আধিকারিক ও কর্মী মিলে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার তাঁদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিতরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তরফে বিডিও অফিস সানিটাইজ করা হয়েছে। বর্তমানে হাতেগোনা কয়েকজন কর্মী নিয়ে কোনওরকমে চলছে বিডিও অফিসের কাজকর্ম। যার ফলে সাধারণ মানুষকে পরিষেবা রীতিমতো নাজেহাল অবস্থা ব্লক প্রশাসনের। অন্যদিকে, বাঙ্গিটোলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ৪ জন নার্স ১ চিকিৎসকের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া করোনায় সংক্রামিত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী। ফলে রোগীদের পরিষেবা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএমওএইচ ডা: কৌশিক মিস্ত্রি বলেন, ‘ব্লক অফিসের কর্মীদের পাশাপাশি বহু স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক সংক্রামিত হয়েছেন। এর মাঝেই আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।‘ সেই সঙ্গে তিনি আরও জানান, করোনা ভাইরাস শক্তি হারিয়েছে। এটা শুধু ভাইরাল ফিভারে পরিণত হয়েছে। যাঁদের সর্দি-কাশি হচ্ছে তাঁরা নমুনা পরীক্ষা করালেই রিপোর্ট পজেটিভ আসছে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে।