মালবাজার: ডুয়ার্সে ভালুকের আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। এবার ভালুকের আতঙ্ক ছড়াল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুড হোপ চা বাগানে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই চা বাগানের করণ লাইনের ধারে কচুগাছের জঙ্গলে একটি ভালুক দেখতে পান স্থানীয় কয়েকজন। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা সেখানে পৌঁছে জাল পেতে ভালুক ধরার চেষ্টা করেন। তবে সেখান থেকে পালিয়ে চা বাগানে ঢুকে যায় ভালুকটি।
শুক্রবার ভোর থেকে ওই চা বাগানে ভালুকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। ওড়ানো হয়েছে ড্রোন ক্যামেরাও। এখনও পর্যন্ত ভালুকের সন্ধান মেলেনি। ওই বাগানে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ভালুকের খোঁজ চলছে বলে জানান মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ ওয়ার্ডেন দীপেন সুব্বা।