মালবাজার: এবার ভালুক নিয়ে আতঙ্ক ছড়াল মাল শহরের পাশে টুনবাড়ি চা বাগানে(Tea garden)। বন্যপ্রাণ বিভাগ ভালুকটিকে উদ্ধার করার চেষ্টা করছে। এবারও ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে ভালুকের আনাগোনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মাল শহর ঘেঁষা টুনবাড়ি চা বাগান এলাকায় ভালুক নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সকালে বাগানের শ্রমিকেরা ৬ নম্বর সেকশনের স্প্রে করতে গিয়ে ভালুক দেখতে পায় বলে জানিয়েছে।
বাগানের ফ্যাক্টরি ম্যানেজার শ্যামল ঘোষ বলেন, ‘আমাদের শ্রমিকেরা স্প্রে করছিলেন। সেইসময় ভালুকটি নজরে আসে। ডালে রাই নামে এক চা শ্রমিক কোনক্রমে ভালুকের হাত থেকে রক্ষা পান। তিনি স্প্রে করেই ভালুকের আক্রমণ থেকে বাঁচেন। ঘটনার খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা পরিস্থিতির উপর নজরদারি করছেন।‘ স্কোয়াডের ওয়ার্ডেন দীপেন সুব্বা বলেন, ‘আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। চা বাগানের ঝোপের ভেতর আশ্রয় নিয়েছে ভালুকটি। আমাদের বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরা আসছেন। তাঁরা এসে পৌঁছোনোর পরেই ভালুকটিকে অচৈতন্য করে উদ্ধার করা হবে। এছাড়া অন্য কোনও উপায়ে উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণেই রয়েছে।‘