ডিজিটাল ডেস্ক : হুগলি জেলায় সাংসদ ও বিধায়কের মধ্যে লড়াই ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। বিজেপি সাংসদ দাবি করেন, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না টাকা নিয়ে চাকরি দিয়েছেন। এমনকি লকেট তাঁর কাছে একাধিক তথ্য প্রমাণ থাকারও দাবি করেছেন। এই পরিস্থিতিতে পালটা বেচারাম মান্না হুঁশিয়ারি দেন, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে। আর সেই অনুযায়ী বুধবার হুগলির বিজেপি সাংসদকে আইনি চিঠি পাঠালেন সিঙ্গুরের বিধায়ক। সূত্রের খবর, ওই চিঠিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। যদি তা না হয়, তাহলে বেচারাম মান্না লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দু কোটি টাকার মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এই চিঠির উত্তরে লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। কিন্তু এই প্রসঙ্গটি যে যথেষ্ট চাপানউতোর তৈরি করতে চলেছে রাজনৈতিক ভাবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন : ত্রিপুরায় আজ মানিক সাহার ভাগ্য পরীক্ষা, শুরু উপনির্বাচনের লড়াই