ডিজিটাল ডেস্ক : সরকারি চাকরি ছাড়া পেনশন প্রায় নেই বললেই চলে। তাই চাকরির বয়স থাকতে থাকতেই আমাদের প্রত্যেকের উচিত টাকা জমাতে শুরু করা। বয়স হলে যেহেতু রোজগার বন্ধ হলেও খরচ বাড়ে বৈ কমে না। তাই অল্প বয়স থাকতেই টাকা জমানোর কথা চিন্তা ভাবনা করা উচিত। এ ক্ষেত্রে মাসে মাসে একটা পেনশন পেলে সুবিধা। ন্যাশনাল পেনশন স্কিম প্রকল্পে ১৮ বছর থেকে যোগদান করা যায়। এই স্কিমে সর্বোচ্চ যোগদানের সময়সীমা ৭০ বছর বয়স অবধি। ন্যাশনাল পেনশন স্কিমের টাকা শেয়ার বাজারে খাটানো যায় এবং খুব ভালো রিটার্নও পাওয়া যায়। চাকরিজীবিরা তাঁদের মাইনের ১০% টাকা এই প্রকল্পে রাখতে পারেন এবং ব্যাবসায়ীরা তাদের আয়ের বার্ষিক ২০% পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এতে ৫০০০০ টাকা আয়কর ছাড়ের সুবিধা পাওয়ার পাশাপাশি ৮০ সিসিডি খাতে ছাড় পাওয়া যায়। পার্মানেন্ট রিটায়ারমেন্টের মধ্যে টায়ার ১ ও টায়ার ২ নামের দুটি অ্যাকাউন্ট থাকআ। টায়ার১ সাধারণ পেনশন অ্যাকাউন্ট এবং টায়ার ২ তে কোনো কর ছাড় মেলে না। টায়ার ১ এ কম পক্ষে ১০০০ টাকা রাখতেই হয় কিন্তু টায়ার ২ তে এরকম কোনো নিয়ম নেই। জানা যাচ্ছে আগামী বাজেটের এনপিএস লগ্নিতে এই স্কিমে ৫০০০০ টাকার পরিবর্তে ১০০০০০ টাকা পর্যন্ত কার ছাড় পাওয়া যাবে। অর্থাৎ আগামী দিনে এই স্কিম যে লাভজনক হয়ে উঠতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বেড়াতে যাবার পাশাপাশি রাখুন পকেটের খেয়াল, করুন ইকোনমি ট্যুর প্ল্যানিং……
ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির যুগে নিত্যদিনের খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আলাদা করে শখ মেটানো খুবই দুষ্কর। নিত্যনৈমিত্তিক রুটিন থেকে...
Read more