নয়াদিল্লি: আমরা দশবার ফোন করলেও পশ্চিমবঙ্গের মন্ত্রীরা ফোন ধরেন না, এটাই পরিস্থিতি। লোকসভায় রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়নের এক প্রশ্নের উত্তরে এমনই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক (Pratima Bhoumik)। মঙ্গলবার প্রশ্নোত্তরের সময়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘ফোন না ধরা এবং আমাদের কথা না শোনা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।’ কেন্দ্রীয় মন্ত্রী এবং অধীর রঞ্জন চৌধুরীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।
প্রধানমন্ত্রী দক্ষতা ও কুশলতা সম্পন্ন হিতগ্রহী প্রকল্পের লক্ষ্য তপশিলি জাতি সহ বিভিন্ন অনগ্রসর শ্রেণির যুবকদের বিকাশ ঘটানো। বিজেপি সাংসদ এসএসআলুওয়ালিয়া এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করে জানতে চান, কেন্দ্রীয় মন্ত্রী সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন কিনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের মন্ত্রীদের দশবার ফোন করলেও ফোন ধরেন না। যাঁরা মন্ত্রীদের সঙ্গে রয়েছেন তাঁরাও মোবাইল নম্বর দিতে ভয় পাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের উন্নয়নে সাহায্যের অনুরোধ করলে মন্ত্রী জানান, তিনি মন্ত্রী হওয়ার পর থেকে গত এক বছরে জেলার বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের ১২ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি বিতরণ করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।
আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির বিতর্কের মাঝে কি লাখ টাকার ব্যাগ লুকোলেন মহুয়া মৈত্র?