শিলিগুড়ি: রাজ্যে শীতের আমেজ। সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রার পারদ। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি কম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। প্রায় আট ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া আরামদায়ক থাকবে। উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাতাসে শীতের আমেজ থাকলেও এখনও পুরোপুরি শীত পড়তে বেশ কিছুটা দেরি। শীত পড়তে আরও বেশ খানিকটা সময় বাকি বলে জানানো হয়েছে।