কলকাতা: পূর্বাভাস মতোই বাড়ছে হাওয়ার হিমেল স্পর্শ। বেলাতে রোদ থাকলেও সকালে ও রাতে ঠান্ডার আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
জেলাগুলিতে শীতের আমেজ অনেকটাই বোঝা যাচ্ছে। ভোরের দিকে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে রোদের তাপ বাড়ছে। রাতে আবার ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। অন্য়দিকে, উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতবস্ত্র পরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শীত অনুভব করা যাচ্ছে। তবে হাড় কাঁপানো ঠান্ডার জন্য আরও কয়েকদিনের অপেক্ষা বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Department)।
অন্যদিকে, বছর শেষে নয়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশের পর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এরপর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। যদিও তার কোনও প্রভাবই এরাজ্যে পড়বে না। এর অভিমুখ তামিলনাডু, পুদুচেরি উপকূল।