কলকাতা: নভেম্বরের প্রথমদিকে শীতের আমেজ থাকলেও মাস শেষে উধাও শীত। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে পাঁচ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। মঙ্গলের পর বুধবার আরও কিছুটা বেড়ে তাপমাত্রা দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পারদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পড়তে পারে শীত। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে জমিয়ে শীত পড়তে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Meteorological Department)। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে অনেকটাই। জমিয়ে শীতের স্পেল দেখবে বঙ্গবাসী। ফলে আচমকাই শীতে এই ভাটা সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীতের আমেজে আচমকাই এই ভাটা পড়ার অন্যতম কারণ দুটি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে।
আরও পড়ুন: Burdwan | গভীর ক্ষত কানের নীচে, নিজের চিকিৎসা করাতে পশুপ্রেমীর দ্বারস্ত পথকুকুর