নয়াদিল্লি: দিল্লিতে(Delhi) মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাঙালি সাইক্লিস্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শুভেন্দু চট্টোপাধ্যায় (৫০)। ঘটনাটি ঘটে রবিবার সকালে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ অঞ্চলে, দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে দাবি, প্রতিদিনকার মত এদিনও সকালে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে সাইক্লিং করছিলেন হরিয়ানাবাসী শুভেন্দুবাবু৷ দক্ষ সাইক্লিস্ট হিসেবে তিনি পরিচিত ছিলেন অঞ্চলে। রবিবার সকালে সাইক্লিং করার সময় একটি ভিআইপি প্লেট লাগানো বিএমডব্লিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। পুলিশের দাবি, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আচমকাই ঘাতক বিএমডব্লিউটির একটি টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ড্রাইভার। ভেঙে যায় গাড়ির গ্লাস উইন্ডোও। ঠিক সেই সময় সাইক্লিং করতে করতে বিএমডব্লিউ গাড়িটির সামনে চলে এসেছিলেন শুভেন্দুবাবু। গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকেই ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান শুভেন্দু। দুমড়ে-মুচড়ে যায় তাঁর রেসিং সাইকেলটিও। ঘটনাস্থলে আসে পুলিশ। সাথে সাথেই আহত সাইক্লিস্টকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিএমডব্লিউর ড্রাইভারকে গ্রেপ্তার ও গাড়িটি আটক করেছে পুলিশ। তার নম্বর প্লেট দেখে বোঝা যায় সেটি কোনও ভিআইপি কার, অর্থাৎ কোনও প্রভাবশালী ব্যক্তির গাড়ি। এ ঘটনায় উত্তেজনা ছড়ায় অঞ্চলে। পুলিশ সেই ধৃত ড্রাইভারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে।