শিলিগুড়ি: ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) সভাপতি অনীত থাপাকে নেপালের নাগরিক বলে মন্তব্য করায় হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠল। এই ইস্যু নিয়ে সোমবার পাহাড়ে বিভিন্ন জায়গায় রাস্তায় নামে বিজিপিএম। কার্সিয়াংয়ে বিজিপিএম অজয় এডওয়ার্ডের কুশপুতুল দাহ করেছে। অনীত এদিন বলেছেন, ‘হামরো পার্টির সভাপতি কোনও বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। আমি আমার মতো মানুষকে পাশে নিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অনেকেই অনেক আজেবাজে কথা বলেন।’ তবে, অজয়ের কুশপুতুল দাহ করার ঘটনাকে অনভিপ্রেত বলে দাবি করেছেন অনীত। তাঁর বক্তব্য, ‘এই ধরনের রাজনীতি সমর্থন করি না। দলের যাঁরা এই কাজ করেছে তাঁদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং দার্জিলিং(Darjeeling) পুরসভায় হামরো পার্টিতে ভাঙন ধরিয়েছেন অনীত। হামরো পার্টির টিকিটে জয়ী জিটিএর দুই সভাসদ এবং দার্জিলিং পুরসভার ছয় কাউন্সিলার ইতিমধ্যেই দলবদল করে বিজিপিএমে যোগ দিয়েছেন। দার্জিলিং পুরসভার আরও এক কাউন্সিলার হামরো পার্টি ছেড়ে দু-তিন দিনের মধ্যেই বিজিপিএমে নাম লেখাবেন, এমনটাই খবর রয়েছে। ফলে হামরো পার্টির ভবিষ্যৎ প্রশ্নের মুখে।
এরই মধ্যে রবিবার দার্জিলিংয়ে জনসভা করে অনীতের বিরুদ্ধে তোপ দাগেন অজয়। তিনি অনীতকে নেপালের নাগরিক বলে অভিযোগ তুলেছিলেন। অজয়ের এই মন্তব্য নিয়ে পাহাড়ের রাজনীতিতে শোরগোল পড়েছে। এর প্রতিবাদে সোমবার রাস্তায় নামে বিজিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সন্দীপ ছেত্রী এদিন দাবি করেন, অজয়ের এই মন্তব্য গোর্খা জাতির জন্য বড় আঘাত। অজয়কে এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিনই অজয়ের এই মন্তব্যের প্রতিবাদে পাহাড়জুড়ে আন্দোলনে নামে বিজিপিএম। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে ঘটনার প্রতিবাদ করা হয়।