শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ বিজেপি যুব মোর্চার বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল শিলিগুড়ির মাটিগাড়া থানায়। জানা গিয়েছে, গত দু’দিন আগে ওই এলাকায় নিখোঁজ এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় এদিন ওই নাবালিকার পরিবারের লোকেরা এবং বিজেপি যুব মোর্চার তরফে থানায় বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই সময় পুলিশ সেখানে অবরোধকারীদের তুলে দেয়। তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনায় থানায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে মাটিগাড়া থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁদের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়।
জি-২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে সাজছে শিলিগুড়ি
শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দর থেকে নিউ চামটা পর্যন্ত এলাকা পাচ্ছে নতুন লুক। জি-২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একগুচ্ছ কাজের সিদ্ধান্ত নিয়েছে...
Read more