হেমতাবাদ: শতাব্দীপ্রাচীন ভাসান কালীর পুজো অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামে। কুলিক নদীর পাড়ে এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। বুধবার সকাল থেকেই হেমতাবাদ, ঠাকুরবাড়ি, টিটিহি, সমাসপুর এলাকা থেকে প্রচুর মানুষ পুজো দিতে ভিড় করেন। পুজো উপলক্ষ্যে বসে মেলাও। প্রতি বছর মাঘি পূর্ণিমার আটদিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরোনো বটগাছের নীচেই কালী মূর্তি তৈরি করে পুজো করেন গ্রামবাসীরা। কোনও মন্দির বা ছাউনির নীচে নয়, গাছের তলায় মা পূজিত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর আগে কুলিক নদীতে কালী মূর্তি ভেসে আসে। তারপর স্বপ্নাদেশ পেয়েই প্রাচীন বটগাছের নীচে কালীপুজো শুরু হয়। কালীর মূর্তি কুলিক নদীতে ভেসে এসেছিল বলেই এই কালীর নাম ভাসান কালী। পুজোকে কেন্দ্র করে মেলা, কালীর গান ও বাউল গানের আয়োজন করা হয় প্রতি বছর। হেমতাবাদের পাশাপাশি রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ইটাহার থেকে ভক্তরা পুজো দিতে আসেন। প্রতি বছর অনেকে মানত করে যান, মনস্কামনা পূরণ হলে পুজো দেন।
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল প্রৌঢ়
গঙ্গারামপুর: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক প্রৌঢ়। নিখোঁজ প্রৌঢ়কে খুঁজতে পুরসভার তৎপরতায় ভরা পুনর্ভবা নদীতে নামানো হল স্পিডবোট...
Read more