ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাট(Alia Bhatt)। এ মেয়ে আজ উনত্রিশে পা। এই বয়সে নিজেই হয়ে উঠেছেন আস্ত বাজার। যেখানে দিব্য বিকিকিনি সারছে বলিউড। ভাট-কন্যার জন্মদিনে নয়া বিপণীর খোঁজে মহুয়া বন্দ্যোপাধ্যায়(Mahua Banerjee)
লোকে বলে সঞ্জয় লীলা বনশালি যাঁর হাত ধরেন, তাঁর জীবন নাকি তৈরি হয়ে যায়। তা, ভুল খুব একটা কিছু বলে না। যদিও আলিয়া ভাট জীবনটা তৈরি করে এসেছিলেন আগেই। এবার তাতে রং পড়ল। মানে, নতুন করে পোঁচ পড়ল আর কি! গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি যদি না করতেন আলিয়া ভাট, তাহলে ঠিক কী হত?
আলিয়া বলছেন, হত অনেক কিছুই। কারণ আজ অবধি যতগুলো ছবি করেছেন তিনি, সেগুলো শুধু ছবি হয়ে থেকে যেত, এমনতর ইতিহাস হয়ে ওঠা হত না। আলিয়া নিজে বলছেন, এতদিন একটাও ইতিহাস তৈরি করতে পারেননি। অবশ্য এবারও হত না। বনশালিকে একরকম না বলেই দিয়েছিলেন আলিয়। এমন কঠিন একটা চরিত্র, সে কাজ করার মতো আলিয়া নিজে আদৌ যোগ্য কিনা, তা নিয়ে ধন্দ ছিল তাঁর নিজেরই।
সে সব অবশ্য পুরোনো কথা। আসল ব্যাপার হল, আলিয়া ভাটই প্রথম তারকা, যিনি বলিউডকে এ বছর প্রথম একশো কোটির রাস্তা দেখালেন। বনশালির এই ছবিই ২০২২ সালের মুক্তি পাওয়া প্রথম ছবি, যার কপালে এল একশো কোটির অঙ্ক।
খবরে প্রকাশ, এর পরই আলিয়া নাকি তাঁর দর বাড়াতে চাইছেন। ছবিপিছু পারিশ্রমিক কুড়ি কোটি টাকা থেকে বাড়িযে দেবেন খুব শীঘ্রই। এই নিয়ে বেঁধেছে তরজা। বলিউডের বেশিরভাগ বিশ্লেষক মনে করেন, আলিয়া ভাট তাঁর পারিশ্রমিক বাড়িয়ে তোলার থেকে নিজের ছবির প্রোডাকশনের সঙ্গে যুক্ত হতে পারেন। তার ফলে লভ্যাংশ ভাগাভাগির সঙ্গে ছবির মানও ভালো হবে। আর এ তো জানা কথাই, লভ্যাংশের টাকা পারিশ্রমিকের চেয়ে বেশি।
অবশ্য তরণ আদর্শের মতো বিশ্লেষকরা অন্য কথা বলছেন। তাঁদের মতে, আলিয়ার মতো অভিনেত্রীর কাঁধে ভর করে বলিউডে একের একের পর এক আস্ত ছবি উতরে যাচ্ছে। এবার আলিয়া তাঁর পারিশ্রমিক নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতেই পারেন। বেশি পারিশ্রমিক পাওয়াটা তাঁর ন্যায্য অধিকারের মধ্যে পড়ে।
আলিয়া অবশ্য তাঁর পারিশ্রমিক বাড়ানো নিয়ে সরকারিভাবে এখনও কিছুই বলেননি। আর শুধু ছবি নয়, তাঁর রোজগারের তালিকায় বিজ্ঞাপনের যোগদান কিছু কম আছে নাকি! সমীক্ষায় দেখা গেছে, সর্বভারতীয় পণ্যের বাজারে আলিয়া ভাট ব্র্যান্ড হিসেবে অত্যধিক জনপ্রিয়। তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে হবে, এমন ব্র্যান্ডের ক্ষেত্রে চোখ বুজে আলিয়া ভাটের ওপর ভরসা করে ফেলেন, এমন বিজ্ঞাপনদাতাও কম নেই। এই দৌড়ে আলিয়া একা নন। রণবীর কাপুরের সঙ্গে মিলে তাঁর ব্র্যান্ড ভ্যালুই বিজ্ঞাপনদাতাদের কাছে আরও বেশি লোভনীয়। দুজনেই তরুণ আইকন। আর দুজনেই এখন প্রেমের শেষ কথা। ফলে এই সুযোগ কি বিজ্ঞাপনদাতারা ছাড়েন নাকি? কাজেই রণবীর কাপুর আর আলিয়া ভাট দুজনের মিলিত সম্পদ এখন পাঁচশো কোটি টাকা। বলিউডের যে কোনও সাম্প্রতিক জুটির চেয়ে বেশি।
অনেকেই বলছেন, ঠিক এই কারণেই অয়ন মুখার্জি পর