ডিজিটাল ডেস্ক : টেলি অভিনেত্রী পল্লবী দের মৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে জটিলতা। কার্যত ইতিমধ্যে পল্লবী দের লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এবার পল্লবীর বন্ধু-বান্ধবদের পুলিশ জেরা শুরু করেছে। পুলিশের জেরার মুখে পড়লেন এবার পল্লবীর প্রিয় বান্ধবী অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন পল্লবী রহস্যমৃত্যুর তিনদিন আগে তাঁর সঙ্গে সাগ্নিক এবং পল্লবীর দেখা হয়েছিল। সাগ্নিক এবং পল্লবীর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা সে প্রসঙ্গেও তিনি পুলিশের প্রশ্নের মুখে পড়েন। ভাবনা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পল্লবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভাবনাকে জেরা করে পুলিশ পল্লবী মৃত্যু তদন্তে নতুন কোন সূত্র পেল কিনা, তাই নিয়ে বাড়ছে কৌতূহল।
পুলিশের হাতে গ্রেপ্তার অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী, সন্দেহ জঙ্গী যোগের
ডিজিটাল ডেস্ক: রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বরাবরই বিরোধীদের অভিযোগ শোনা যায়। আর বিরোধীদের অভিযোগ সত্যি করে এবার হাওড়ার (Howrah) ডোমজুড় থেকে...
Read more