ভুটান, ৭ মার্চঃ ভারতীয় সহ সব বিদেশি পর্যটকদের দেশের অন্দরে প্রবেশ নিষিদ্ধ করল ভূটান। করোনার কবল থেকে ভূটানকে বাঁচাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই দেশের প্রশাসন। শুক্রবারই কলকাতা থেকে পারোর উদ্দেশ্যে গিয়ে পর্যটকদের নিয়ে ভুটান এয়ারলাইন্সে শেষ একটি বিমান গিয়েছিল। সেই পর্যটকদের বিমান বন্দরে স্ক্যানিং করিয়ে তারপর দেশে ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু এরপর থেকে সমস্ত বিদেশিদের জন্য প্রবেশ নিষিদ্ধ করে দেয় ভুটান প্রশাসন। এমনকি ফুন্টশেলিং সীমান্তও বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি ভারত থেকে ভুটানে ঘুরতে যাওয়া আমেরিকার এক পর্যটকের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। তারপরেই এই সিদ্ধান্ত নেয় ভুটান।
৭ লক্ষ টাকা আয় অবধি মিলবে কর ছাড, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক : মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর। বার্ষিক আয় ৭ লক্ষ টাকা অব্দি হলে দিতে হবে না কর। যা...
Read more