জয়গাঁ: করোনা ভাইরাস সংক্রমনের জেরে গত ১২দিন ধরে বন্ধ ভুটান গেট। তবে লকডাউন জারি হলেও ভারত থেকে অত্যাবশকিয় পন্যের গাড়ি এতদিন চলছিল। সোমবার থেকে ভুটান গেট দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করল ভারতীয় প্রশাসন। প্রশাসনের তরফে সঠিক কারন বলা না হলেও দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমনের জেরেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারনা বিভিন্ন মহলের। এদিন সকালে এশিয়ান হাইওয়ের জিএসটি মোড়ে জয়গাঁ থানার পুলিশ ছোট বড় পন্যবাহী গাড়ি আটকাতে শুরু করে।
অন্যদিকে, ভুটান গেট দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভুটান প্রশাসন সমস্যায় পড়েছে। ভুটানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ভারতীয় সড়ক পথকে ব্যবহার করা হয়। লকডাউন চলাকালীন প্রতিদিন গড়ে প্রায় ১০০টি পন্যবাহী গাড়ি ভুটানে যেত। আবার ভুটানের বেশ কিছু প্রশাসনিক যানবাহন এতদিন ভারতে প্রবেশ করত। সূত্রের খবর কিছু দিনের জন্য ভুটানে জরুরি পন্য মজুদ করার পড়েই ভুটান সিমান্ত সম্পূর্ণ সিল করার সিদ্ধান্ত নেওয়া হল। জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য ভুটান সীমান্ত সিল করা হয়েছে।