গাজোল: ভুটভুটিতে করে প্যান্ডেলের সামগ্রী নিয়ে যাওয়ার সময় ভুটভুটি উলটে গুরুতর জখম হলেন এক নির্মাণ কর্মী। জখম যুবকের নাম আকাশ আলম (১৮)। বাড়ি দেওতলা এলাকায়। ভুটভুটি চালক রবিউল আলম জানান, দেওতলার খলম্বা থেকে করকচের নওগ্রামে একটি বিয়েবাড়িতে প্যান্ডেলের সামগ্রী নিয়ে যাওয়ার পথে ভুটভুটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি গর্তে পড়ে যায়। এরপরই ভুটভুটির ট্যাংকে থাকা ফুটন্ত গরম জল গিয়ে পড়ে আকাশের দুই পায়ে। এর ফলে তার দুই পায়ের অনেকখানি অংশ পুড়ে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় পরে পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে।
আরও পড়ুন: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন