ডিজিটাল ডেস্ক : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে কিন্তু একেবারে উল্টো ফল দেখা গেল। ডেমোক্র্যাটকে হারিয়ে রিপাবলিকানরা মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দখল নিয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে ডেমোক্র্যাটদের অস্বস্তি যে বেড়েছে, সে কথা আলাদা করে বলে দিতে হয় না। প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ হয়। সেক্ষেত্রে দেখা গেছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ অর্থাৎ সেনেটের দখল নেয় ডেমোক্র্যাট শিবির অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) দল। কিন্তু বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ফল প্রকাশ হতেই দেখা যায় তার দখল নিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির রিপাবলিকান। তবে রিপাবলিকানরা বিশাল ভোটে জয় পায়নি ঠিকই।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দু’বছর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য পরিস্থিতি কঠিন হতে চলেছে। এই জয়ের পর জো বাইডেন অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকানদের। পাশাপাশি তিনি বলেন এই নির্বাচন আমেরিকার গণতন্ত্রের শক্তিকে প্রমাণিত করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চেয়ে এই জয়ের পর ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনের দিকে আরও আত্মবিশ্বাসী হয়ে এগোবেন সে কথা বলাইবাহুল্য।