আসানসোল: আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন আগামী ২১ অগাস্ট। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay) । বৃহস্পতিবার কর্মীসভা দিয়ে ৬ নম্বর ওয়ার্ডে নিজের প্রচার শুরু করেন তিনি। এদিন সেই সভা হয় জামুড়িয়ার বেনালি কোলিয়ারি এলাকায়। সেই সভায় মোট ১২টি বুথের কর্মীদের ডাকা হয়েছিল। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, ‘আসানসোল পুরনিগমের ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের কী পরিকল্পনা নেওয়া হয়েছে তা প্রচারে তুলে ধরতে হবে। মানুষের কাছে গিয়ে তা বলতে হবে। এছাড়াও রাজ্য সরকারের কী কী প্রকল্প রয়েছে তার কথাও বলতে হবে।’ এদিনের সভায় অন্যদের মধ্যে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, ব্লক সভাপতি সাধন রায় ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারী।
আরও পড়ুন : রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?