ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সাথে সাথেই এবার ইমরান খানের বিরুদ্ধে উঠে এলো বিস্ফোরক অভিযোগ। প্রসঙ্গত, পাকিস্তানের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারি পদে থাকেন এবং সে সময় যদি তিনি কোনও উপহার পান, তাহলে তা সরকারি কোষাগারে জমা রাখার নিয়ম। যদি কেউ নিজের কাছে সেই উপহার রাখতে চান, তাহলে উপহারের অর্ধেক মূল্য জমা করতে হবে সরকারকে। কিন্তু শোনা যাচ্ছে, ইমরান খান কোনও নিয়মই মানেননি। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে উপহার পাওয়া একটি নেকলেস তোষাখানায় জমা না দিয়ে তিনি জুয়েলারের কাছে বেচে দেন। এবং তিনি নেকলেস বেচে ১৮ কোটি টাকা পেয়েছেন বলে খবর। ইমরান খানের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। স্বাভাবিকভাবেই তদন্তের গতিপথ কোন দিকে যায়, সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : কর্ণাটকে মুসলমানদের কোণঠাসা হওয়া নিয়ে এবার মুখ খুললেন ইয়েদুরাপ্পা