ডিজিটাল ডেস্ক: করোনা আবহে দীর্ঘদিন ধরেই পরিবহণ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে বলে মত পরিবহণ ব্যবসায়ীদের। তার মধ্যেই এবার বড় দুঃসংবাদ। সূত্রের খবর, নিয়মের গেরোয় পড়ে আগামী বছর থেকে বন্ধ হতে চলেছে প্রায় দুহাজারের মতন বেসরকারী বাস-মিনিবাস। নিয়ম অনুযায়ী যেসব বাসের ১৫ বছরের বেশি বয়স হয়ে যায়, সেগুলিকে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বসিয়ে দেয়ার নির্দেশ রয়েছে। তবে বাস মালিকদের প্রশ্ন হল, পুরনো বাসের পরিবর্তে নতুন বাস কি রাস্তায় নামবে? কার্যত বাস মালিকরা দীর্ঘদিন ধরেই আর্থিক সাহায্যের জন্য দাবি জানাচ্ছে রাজ্য সরকারকে। অন্যদিকে কলকাতার বুকে একটা সময় চার হাজারের কাছাকাছি বাস চলত। কিন্তু করোনা আবহে তার অর্ধেক কমে গিয়েছে। এই অবস্থায় যদি আবার সামনের বছর ২০০০ বাস বসে যায় তাহলে সবথেকে বেশি বিপাকে পড়বে নিত্যযাত্রীরা বলে মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার বা বাস মালিকরা কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই থাকবে নজর।
আজ দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কত? জেনে নিন
নয়াদিল্লি: গতকালের তুলনায় দেশে কিছুটা বাড়ল দৈনিক করোনা(corona) আক্রান্তের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে...
Read more