ডিজিটাল ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় আইপিএল (IPL) অত্যন্ত জনপ্রিয় লিগ। এই আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজি সংস্থা বিনিয়োগ করে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সংস্থাগুলি বিপাকে পড়ে যখন নিলামে দল পাওয়ার পরেও আইপিএল থেকে ক্রিকেটাররা নাম প্রত্যাহার করেন। এবার বিসিসিআইয়ের তরফ থেকে এই প্রবণতা রুখতে নিয়মে পরিবর্তন আসতে চলেছে। কার্যত, এবার থেকে অযৌক্তিক কারণ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করা যাবেনা। এই প্রসঙ্গে আইপিএল প্রশাসক সমিতির এক সদস্য জানিয়েছেন, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো লিগের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাঁদের স্বার্থ রক্ষা করা আইপিএল প্রশাসক সমিতির কর্তব্য। সেক্ষেত্রে যুক্তিযুক্ত কারণ ছাড়া আইপিএল থেকে সরে যাওয়া আর হয়তো সম্ভব হবে না। নতুন নিয়মে কি আসছে, এখন সেদিকেই নজর সবার।
আরও পড়ুন : IPL 2022 : সামির দাপটে জিতে শুরু হার্দিকের গুজরাটের