ডিজিটাল ডেস্ক : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যজুড়ে বেআইনি বোমা এবং অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তারপরেই সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে পুলিশের ধরপাকড়। কিন্তু তার মধ্যেও কোথাও কোথাও বেআইনি অস্ত্র বা বোমা পুলিশের অধরা থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের এই অনুমান যে পুরোপুরি ভ্রান্ত নয়, তা প্রমাণ হলো কাঁকিনাড়ার ঘটনায়। শনিবার সকাল দশটা নাগাদ কাঁকিনাড়া ২৮ এবং ২৯ নম্বর রেলগেটের মাঝে রেলকর্মীরা যখন কাজ করছিলেন, তখন তাঁদের চোখে পড়ে একটি লেডিস ব্যাগ। ট্রেন থেকে পড়ে গেছে ভেবে রেল কর্মীরাই কিছুটা দূরে ছুঁড়ে দেয় ব্যাগটি। এবং মুহুর্তের মধ্যে সশব্দে বিস্ফোরণ হয়। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় মৃত এক ব্যক্তি
আলিপুরদুয়ার: রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের সূর্যনগর এলাকার...
Read more