ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরে যে ভাঙন শুরু হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে, সেই ভাঙন কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। কার্যত এবার পুর নির্বাচনের আগে গেরুয়া শিবিরে বড় ধ্বস নামলো নবদ্বীপে। জানা গিয়েছে, নবদ্বীপ পুরসভার মায়াপুর জামতলা মোড়ে তৃণমূলের একটি জনসভায় নবদ্বীপের ২১, ৬, ৭, ১১ ও ২৪ নম্বর ওয়ার্ডের একঝাঁক বিজেপি নেতা-কর্মী একযোগে তৃণমূলে যোগ দিয়েছেন। এই দলবদল অনুষ্ঠানে হাজির ছিলেন নবদ্বীপ বিধানসভা তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়ে নবদ্বীপের দীর্ঘদিনের পরিচিত বিজেপি নেতা নির্মল অধিকারী কার্যত গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেছেন, বিজেপিতে শীর্ষ নেতাদের কাছের লোকদের বেশি গুরুত্ব দেওয়া হয়, কাজের লোকেদের না। মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্বার্থেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সবাই বলে তিনি জানান। একই সাথে তিনি জানিয়েছেন, আগামী দিনে আরও বড় ভাঙন হবে গেরুয়া শিবিরে। অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়েছেন নবদ্বীপ পুরসভার মুখ্য প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। খুব স্বাভাবিকভাবেই পুরসভা নির্বাচনের আগে এই দলবদল গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : পুর নির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী