মাথাভাঙ্গা: করোনা পরিস্থিতিতে সচেতন বাড়াতে মহাষ্টমীর দিনে বাইক র্যালির আয়োজন করলেন মাথাভাঙ্গা গোলকগঞ্জ আই ভান্ডানী পুজো ও উৎসব কমিটি। শনিবার গোলক বাজার থেকে র্যালিটি শুরু হয়ে পঞ্চানন মোড়, বেলতলা, ভুরকুলডাঙা, আমতলী প্রভূতি এলাকা পরিদর্শন করে। রাস্তায় পথ চলতি লোকজন এবং বিভিন্ন পুজোমন্ডপে র্যালি দাঁড়িয়ে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে পুজো কমিটির উদ্যোক্তারা।

এদিন পুজো কমিটির সম্পাদক শিবব্রত বর্মন বলেন, ‘আমরা রাজ্য সরকারের তরফে আর্থিক সহযোগিতা না পেলেও। পুজো কমিটির উদ্যোগে মহাষ্টমীতে সচেতনা মূলক বাইক র্যালি ও মাস্ক, স্যানিটাইজ বিলি করা হয় এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করা হয়।’
- Advertisement -