চালসা: পুরুষ অধিকার নিয়ে সচেতনতামূলক বাইক র্যালি ও পথসভা চালসায়। পাশাপাশি এ বিষয়ে জনগণকে লিফটলেফও বিতরণ করা হয় শনিবার। জানা গিয়েছে, ১৫ এপ্রিল অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফে নিউ জলপাইগুড়ি থেকে বাইক র্যালি শুরু হয়। এদিন চালসায় এসে পৌঁছোয়। এরপর র্যালিটি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা পরিক্রমা করবে। আগামী ১৮ এপ্রিল আবার জলপাইগুড়িতে র্যালির সমাপ্তি হবে।
সংস্থা সূত্রে জানা যায়, একটি পুরুষের মৌখিক অভিযোগের থেকে একটি নারীর মৌখিক অভিযোগ বেশি গ্রহণযোগ্য। সমাজে নারী ও পুরুষের আইনি পরিকাঠামো সমান হওয়া উচিত। পুরুষ কমিশন গঠন, লিঙ্গ নিরপেক্ষ আইন, সন্তানের ওপর বাবার অধিকার, লিঙ্গ নিরপেক্ষ ধর্ষণ আইন ইত্যাদির দাবিও জানানো হয়। সংগঠনের প্রধান মুখপাত্র সুমন সাধুখান বলেন, ‘সংগঠনের মূল লক্ষ হল পুরুষ অধিকার নিয়ে কাজ করা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে পুরুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এই বিষয়ে আমরা জনসচেতন তৈরি করছি।‘
আরও পড়ুন : দাবি মতো কাটমানি না দেওয়ায় চা বাগানে হামলা-গুলি, অভিযুক্ত তৃণমূল