আসানসোল: চোরাই বাইক সহ গ্রেপ্তার করা হল ৩ জনকে। আসানসোলের(Asansol) জামুরিয়ার ঘটনা। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের শনাক্ত করে। কয়েকদিন আগে আসানসোলের জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার পার্কিং জোনে বাইক রেখেছিলেন ওই কারখানার এক কর্মী। সেখান থেকে তাঁর বাইক খোয়া যায়। বিস্তর খোঁজাখুঁজির পরও বাইকের কোনও হদিস না মেলায় জামুরিয়া থানার দ্বারস্থ হন তিনি। জামুরিয়া থানার ওসি রাহুল দেব মণ্ডলের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়। বিভিন্ন সূত্র ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ নন্ডী গ্রামে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনের খোঁজ পায়। বুধবার মৃত্যুঞ্জয় ঘোষ, গোপী ঘোষ ও কিংশুক ভাণ্ডারিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই চুরি যাওয়া বাইকের খোঁজ মেলে। জানা গিয়েছে, বাইকগুলির যন্ত্রাংশ ও চেহারা পালটে অন্যত্র পাচারের চেষ্টা চলছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে চোরাই চক্রের তিন পাণ্ডা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Kharagpur | দাঁড়িয়ে কথা বলার সময়েই বিদ্যুতবাহী তারের ছোবল, মুহুর্তে লুটিয়ে পড়লেন টিকিট পরীক্ষক