আসানসোল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়িতে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকের নাম শ্রীকৃষ্ণ দত্ত(৪৬)। তিনি আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
গতকাল রাতে জাতীয় সড়কে বাইকে নিয়ে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণ। সেসময় আসানসোলের কালিপাহাড়িতে কোনও গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।