ফালাকাটা, ২৭ মার্চ: লকডাউনের মধ্যেও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফালাকাটায় একংশ যুবক মোটর বাইক ছুটিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। শুক্রবার বেপরোয়া মোটর বাইক চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারই বলি হলেন এক যুবক। পুলিস জানিয়েছে, মৃতের নাম লাল্টু দত্ত ওরফে গোগল (৩০)। এদিন ফালাকাটা-ধূপগুড়ি রাজ্য সড়কের ভুটনিরঘাট মুজনাই সেতুর কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইকের অপর এক আরোহী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক মোটর বাইকে চেপে ফালাকাটা থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিলেন। ভুটনিরঘাট মুজনাই সেতু পেরনোর পরই মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুই জনেই রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতর জখম হন। ফালাকাটা দমকল কেন্দ্র থেকে কর্মীরা এসে তাঁদের দুই জনকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোগল দত্তকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অপর যুবককে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।