ডিজিটাল ডেস্কঃ কাশ্মীর নিয়ে বরাবরই ভারত(India) এবং পাকিস্তানের(Pakistan) মধ্যে ঠান্ডা যুদ্ধ চলে। কিন্তু এবার প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বর্তমান বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো(Bilawal bhutto) ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুর্নস্থাপনের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। কার্যত তিনি জানিয়েছেন, কাশ্মীর নিয়ে দীর্ঘ বিবাদের জেরে কিংবা ভারতে হিন্দুত্ববাদীদের আস্ফালনের মতো বিষয় নিয়ে ভেবে পাকিস্তানের কোন লাভ হয়নি। বরং দু’দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন থাকার দরুণ ভারতের কোন বিষয়ে পাকিস্তান কথা বলার মতন জায়গা নেই। প্রসঙ্গত, ২০১৯ এ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর পাকিস্তান ভারতের সঙ্গে কুটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। প্রসঙ্গত ইমরান সরকার যেভাবে বিষয়টিকে দেখেছে, বর্তমান পাকিস্তান সরকার কিন্তু বিবাদের পরিস্থিতি কাটিয়ে তোলার পক্ষপাতী। আর সেই সূত্রেই বিলাওয়াল ভুট্টোর মন্তব্য যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ china | লস্কর জঙ্গিকে বাঁচাতে তৎপর চিন