রাঙ্গালিবাজনা: ঠিকাদার বলছেন, প্রথম ধাপের কাজ করার ১ বছর পরও বিল মেলেনি। আবার গ্রামবাসীদের অনেকের অভিযোগ, এলাকার কয়েকজন খুদে নেতার কাটমানির চাপে পাততাড়ি গুটিয়েছেন ঠিকাদার। আবার নির্মাণ সামগ্রী কিনেও বিল মেটাননি ঠিকাদার। তাই তাঁর রোড রোলারটি আটকে রেখেছেন নির্মাণ সামগ্রীর যোগানদাররা। ফলে আলিপুরদুয়ার(Alipurduar) জেলার মাদারিহাটের ইসলামাবাদ গ্রামে রাস্তা তৈরির কাজ বন্ধ রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে। ঠিকাদারের বক্তব্য, প্রথম ইনস্টলমেন্টের টাকা না পাওয়া পর্যন্ত বাকি কাজ করা সম্ভব নয়।
এদিকে গ্রামবাসীদের একাংশ বলছেন, এলাকার ছোট নেতাদের বেশ কয়েকজন প্রায় এক বছর ধরে কাটমানির জন্য ঠিকাদারের পেছনে ঘ্যানঘ্যান করে চলেছে। কাটমানির দাবির কথা স্বীকার করলেও এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কারও নাম বলতে নারাজ ঠিকাদারের অংশীদার। তাঁর বক্তব্য, এখন তো সব জায়গায় টাকা দিতেই হয়। সব জায়গায় এরকম কিছু লোক থাকেই।
জেলা পরিষদের ৬২ লক্ষ টাকা ব্যয়ে ইসলামাবাদ থেকে ছেকামারি পর্যন্ত ৩ কিমি দীর্ঘ রাস্তাটি পাকা করার কাজ শুরু হয় গত বছরের ৩০ জুলাই। আরবিএম ও কাটা পাথর বিছানো হয়। ঠিকাদার জানান, এরপর ২৫ লক্ষেরও বেশি টাকার একটি বিল জমা দিলে জেলা পরিষদ কর্তৃপক্ষের তরফে জানানো তহবিলে টাকা নেই।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের জেলা সম্পাদক রশিদুল আলমের বক্তব্য, ‘ঠিকাদারের বিল দীর্ঘদিন ধরে আটকে থাকায় কাজ বন্ধ রয়েছে। তাই কাজ মাঝপথে থেমে রয়েছে। তবে কেউ ঠিকাদারকে কাটমানির জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ মেলেনি।‘ জেলা পরিষদের সভাধিপতির শীলা দাস সরকার খোঁজ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ কংগ্রেস করায় সরকারি প্রকল্প থেকে বঞ্চনা! অভিযোগ দিনমজুর পরিবারের