কলকাতা: পাহাড়ের সমস্যা ও জিটিএর নির্বাচন নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ে সঙ্গে শনিবার বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। ২৬ অক্টোবর পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াংয়ে তিনি প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেখানেই পাহাড়ের বেশকিছু সমস্যা তুলে ধরেছিলেন বিমল-রোশনরা। সেই সমস্যা সমাধানের আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। একইসঙ্গে নির্বাচনও হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। ওই নির্বাচনের বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতত্বের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। তবে তৃণমূলের তরফে এই বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
শিলিগুড়িঃ চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে এই ঘটনায় তোলপাড় হল মেডিক্যাল কলেজ...
Read more