কোচবিহার: কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন জিটিএ সদস্য বিনয় তামাং (Binay Tamang)। বুধবার দুপুরে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) সঙ্গে নিয়ে তিনি কোচবিহার মদনমোহন বাড়িতে আসেন। এরপর মদনমোহন মন্দিরে পুজো দেন। পুজো শেষে রাসচক্র ঘোরান। পরে বিভিন্ন এলাকা পরিদর্শনের পর বিনিয় তামাং বলেন, ‘১৯৮৩-৮৪ সালে ছাত্রাবস্থায় একবার কোচবিহার রাসমেলায় এসেছিলাম। এটা দ্বিতীয়বার রাসমেলা সফর। রাসমেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায় ধর্ম, বর্ণ এক হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, গতকাল রাস পূর্ণিমা উপলক্ষ্যে কোচবিহারে রাসমেলার উদ্বোধন হয়। সেই মেলার উদ্বোধনে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন বিনয় তামাং। এদিনও মদনমোহন বাড়িতে পুজো দেন তিনি।