উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games ) দ্বিতীয় দিনে একের পর এক পদক পেল ভারত। মহিলাদের ভারোত্তলনে রুপো জয় করলেন বিন্দিয়ারানি দেবী সরখাইবাম। ৫৫ কেজির বিভাগে রুপো পান তিনি। মহিলাদের ভারোত্তলন থেকে মীরাবাই চানুর পর এটাই ভারতের দ্বিতীয় পদক। এই নিয়ে কমনওয়েলথ গেমস থেকে ভারত চারটে পদক জয় করে। বিন্দিয়ারানি দেবীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Congratulations to Bindyarani Devi for winning a Silver medal at CWG, Birmingham. This accomplishment is a manifestation of her tenacity and it has made every Indian very happy. I wish her the very best for her future endeavours. pic.twitter.com/4Z3cgVYZvv
— Narendra Modi (@narendramodi) July 31, 2022
এর আগে দ্বিতীয় দিনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে ভারোত্তলনে সোনা জেতেন মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে রুপোর পর এবার কমনওয়েলথে সোনা জিতলেন মীরাবাই। পুরুষদের ভারোত্তলনে ৫৫ কেজির বিভাগে রুপো জেতেন সংকেত সারগার। গুরুরাজ পুজারি ২৬৯ কেজি তুলে ব্রোঞ্জ পেলেন।
#CommonwealthGames2022 | Indian weightlifter Bindyarani Devi Sorokhaibam bags a silver medal by lifting a total of 202 Kgs, after successfully lifting 116 Kg in her third attempt of clean & jerk in the Women's 55 Kg weight category. pic.twitter.com/8r66qqbozc
— ANI (@ANI) July 30, 2022
আরও পড়ুন: Commonwealth Games 2022 | কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন মীরাবাই চানু