চেন্নাই: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ভি৫ হেলিকপ্টার। ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। সেই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ মোট ১৪ জন। বুধবার দুপুর ১২টা ৪০ নাগাদ তামিলনাডুর কোয়েম্বাটোর ও সুলুরের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu. An Inquiry has been ordered to ascertain the cause of the accident: Indian Air Force pic.twitter.com/Ac3f36WlBB
— ANI (@ANI) December 8, 2021
এদিন দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজের পাশাপাশি হেলিকপ্টারের বাকি যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। দুর্ঘটনার বিষয়ে এদিন লোকসভায় বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
14 people were on-board the military chopper that crashed b/w Coimbatore&Sulur in Tamil Nadu. They included CDS Gen Bipin Rawat, his wife Madhulika Rawat, Brig LS Lidder, Lt Col Harjinder Singh, NK Gursewak Singh, NK Jitendra Kr, L/Naik Vivek Kumar, L/Naik B Sai Teja & Hav Satpal
— ANI (@ANI) December 8, 2021
বায়ুসেনা সূত্রের খবর, হেলিকপ্টারে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদার সতপাল সহ মোট ১৪ জন। হেলিকপ্টারের বেশিরভাগ যাত্রীরই মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রের খবর। আহতদের চিকিৎসার জন্য ৬ চিকিৎসকের মেডিকেলর টিম গঠন করা হয়েছে। ঘটনাস্থলে যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।