আগরতলা: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব কুমার দেব। শনিবার দুপুরে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বিধানসভা ভোটের বছরই হঠাৎ কেন এই ইস্তফা, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিনই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে খবর।
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিপ্লব দেব বলেন, ‘শীর্ষনেতৃত্বের নির্দেশেই ইস্তফা দিয়েছি। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। সংগঠনে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনেই নির্বাচন রয়েছে। এখন দল যেভাবে আমাকে চাইবে, সেভাবেই কাজ করব।’
বিজেপি সূত্রের খবর, প্রকাশ্যে কিছু না হলেও ত্রিপুরা বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। শুক্রবার থেকেই অবশ্য ত্রিপুরায় বিপ্লবের ‘অপসারণে’র প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালই অমিত শা’র সঙ্গে দেখা করেছেন বিপ্লব। তারপর ত্রিপুরায় কেন্দ্রীয় পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব সহ অন্য নেতৃত্ব ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন। এদিনই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে।
আরও পড়ুন : কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা এবার ত্রিপুরার আদালতে, গুরুতর অভিযোগ