ডিজিটাল ডেস্ক : বীরভূম জোড়া বিস্ফোরণ কাণ্ডে আরও একবার হতাশ হতে হলো রাজ্যকে। কার্যত ২০১৯ এ বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামে এবং সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে পরপর বিস্ফোরণ ঘটে সামান্য দিনের ব্যবধানে। দুই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করে সিআইডি। পরে অবশ্য তদন্তভার গ্রহণ করে এনআইএ। কিন্তু এনআইএর তরফ থেকে অভিযোগ করা হয়, তাঁদের হাতে পর্যাপ্ত তথ্য তুলে দেওয়া হচ্ছেনা রাজ্যের তরফ থেকে। আর তারপরেই বিশেষ আদালতের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় সমস্ত নথি এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় রাজ্য। এবং সেই মামলাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, সমস্ত তথ্য এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য। পাশাপাশি ন্যায়বিচারের স্বার্থে দুই মামলার তদন্তভার এনআইএর হাতে দেওয়ার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফ থেকে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের জালে উদয়পুরকাণ্ডের ‘পান্ডা’, পাক-যোগ খুঁজতে তদন্তে এনআইএ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নূপুর শর্মাকে(Nupur Sharma) সমর্থন করায় খুন হতে হয়েছে দু’জনকে। উদয়পুরের কানহাইয়ালাল ও অমরাবতীর উমেশ প্রহ্লাদরাও...
Read more