রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া অঞ্চলের শ্যামপুর মোড় এলাকায় বিরল প্রজাতির একটি মদনটাক পাখি উদ্ধার করল পশুপ্রেমী সংস্থার সদস্যরা। পাখিটি মাটিতে পড়ে গিয়ে আহত হয় শুক্রবার। রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালস সংস্থার সম্পাদক অজয় সাহা জানান, এদিন বিরল প্রজাতির পাখির খবর পেয়ে শ্যামপুর মোড় এলাকায় গিয়ে মদনটাক পাখিটিকে উদ্ধার করা হয়। পাখিটা গাছ থেকে পড়ে আহত হয়েছিল। তাই চিকিৎসা শুরু হয়েছে। একটু সুস্থ হলে জঙ্গলে ছেড়ে আসা হবে।
আরও পড়ুন : বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে অপহরণ, মুক্তিপণের দাবি প্রেমিকের