রায়গঞ্জ: প্রকৃতিতে ভালো নেই পাখিরা। মোবাইলের টাওয়ারের রশ্মিতে পাখিকূল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই রায়গঞ্জ (Raiganj) ইন্সটিটিউটের সরস্বতী পুজো কমিটির এবারের বিষয় পাখি। পুজো প্রাঙ্গণের চারিদিকের দেওয়ালে গতকাল রাত থেকে আজ পর্যন্ত চলছে পাখির উপর দেওয়াল প্রিন্টিং। উকিলপাড়ার একটি ফাইন আর্ট স্কুলের কচি কাঁচারা রং তুলির মাধ্যমে পাখিদের বিভিন্ন রুপ এবং তারা কিভাবে মোবাইলে টাওয়ারে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরছে। ইতিমধ্যে ১৬টি দেওয়াল তারা রাঙ্গিয়ে তুলেছে। আর্ট স্কুলের শিক্ষক সঞ্জিত পাল জানান, ভারতবর্ষের বড় সমস্যা ৪ জি ও ৫ জি মোবাইল টাওয়ার। এর ফলে পাখিকূল ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ছাত্র-ছাত্রী রং তুলির মাধ্যমে সেটাই তুলে ধরেছে।
পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমিতাভ কুমার মণ্ডল জানান, প্রতি বছরের ন্যয় এবছরও সরস্বর্তী পুজো উপলক্ষ্যে দেওয়াল অঙ্কণের আয়োজন করা হয়েছে। বিচারকদের বিচারে শ্রেষ্ঠ প্রতিযোগী ও প্রতিযোগিনীদের আমরা পুরস্কৃত করব। শিশুদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দিতে পুজো উদ্যোক্তারা বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে। শিশুমনে দোলা দিতে শুরু হয়েছে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা। প্রতিবছরই পুজোর প্রস্তুতি উপলক্ষ্যে এখানকার কচিকাঁচারা দেওয়ালে পূর্ণাঙ্গ শৈল্পিক রূপ দান করে আসছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Raiganj News | চুরির কিনারা রায়গঞ্জ পুলিশের, চোরাই টোটো সহ গ্রেপ্তার চোর