বর্ধমান: রেল পুলিশের তৎপরতায় পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল ২২৭টি টিয়াপাখি। টিয়াপাখি পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেল পুলিশ একবাল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বর্ধমানের আলুডাঙা এলাকায়। রেল পুলিশ এদিন ২২৭টি টিয়াপাখি তুলে দেয় বর্ধমান বন দপ্তরের হাতে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিয়াপাখিগুলিকে ব্যাগবন্দি করে ডাউন দানাপুর এক্সপ্রেসে করে বর্ধমানে আনা হচ্ছিল। সোমবার সকালে ট্রেনটি বর্ধমান স্টেশনে দাঁড়াতেই রেল পুলিশ ট্রেনের কামরায় তল্লাশি চালায়। ওই সময়ে একটি কামরায় চটের ব্যাগে বন্দি অবস্থায় কিছু রয়েছে দেখে সন্দেহ হয় পুলিশের। ব্যাগ খুলতেই উদ্ধার হয় ২২৭টি টিয়াপাখি। টিয়া পাচারের অভিযোগে কামরা থেকেই রেল পুলিশ একবাল খানকে গ্রেপ্তার করে। ধৃতকে সোমবার পেশ করা হয় বর্ধমান আদালতে।
আরও পড়ুন : জাতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ধৃত অধ্যাপক