বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়(Birpara) কালীপুজোয় নজর কেড়েছে বিবাদী সংঘের বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ। আলোকসজ্জার পাশাপাশি রয়েছে মেকানিক্যাল ভূতও। স্বাভাবিকভাবেই বিবাদী সংঘের দিকে এবছর নজর সবার। বিবাদীর পুজোর এবার ৩৭তম বছর। বাজেট ১০ লক্ষ টাকা। ধূপগুড়ির কারিগররা তৈরি করেছেন মণ্ডপ। পুজোর কমিটির বক্তব্য, বীরপাড়ায় পুজোয় আকর্ষণীয় থিমের অভাবে অনেকেই ধূপগুড়ি, ফালাকাটায় পুজো দেখতে যান। কিন্তু বিবাদী সংঘ চাইছে বীরপাড়ার পুজোয় আকর্ষণ বাড়ুক স্থানীয়দের।
পাহাড়ে দৌড়ে অগ্নিবীরে সাফল্য, বক্সার গ্রাম থেকে আর্মিতে সুযোগ পেল ৬ যুবক
আলিপুরদুয়ার: 'মানঝি দ্য মাউন্টেন ম্যান' সিনেমার কথাটা মনে আছে? বিহারের বাসিন্দা দশরথ মানঝি। যিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করে নজির...
Read more