বীরপাড়া, ৪ মার্চঃ ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বীরপাড়া থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় বীরপাড়া সংলগ্ন দলমোর গারোবস্তি থেকে রুবিনা মঙ্গর নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া জানান, ওই মহিলার স্বামী প্রণাম প্রধান পলাতক। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ধৃত মহিলাকে বৃহস্পতিবার জলপাইগুড়ির বিশেষ আদালতে (এনডিপিএস) তোলা হবে।
এদিন ওই মহিলাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ। জানা গিয়েছে, নিজের এলাকায় ছোটো ছোটো পুরিয়া তৈরি করে ব্রাউন সুগার বিক্রি করত ওই মহিলা। এক একটি পুরিয়ায় থাকত এক থেকে দুই গ্রাম ব্রাউন সুগার। মহিলার বিরুদ্ধে নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মহিলার স্বামী ছাড়াও চক্রটিতে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।