আলিপুরদুয়ার, ৪ অক্টোবরঃ শুক্রবার আলিপুরদুয়ার জেলার ‘বিশ্ব বাংলা শারদ সম্মানের ফলাফল ঘোষণা করা হল। তিনটি বিভাগে এদিন মোট নয়টি ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।
আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবারের ফলাফলে সেরা প্রতিমার পুরস্কার পাচ্ছে তিনটি ক্লাব-আলিপুরদুয়ারের নিউটাইন দুর্গা বাড়ি, লোহারপুল ইউনিট এবং কিশোর সংঘ। সেরা মণ্ডপ-উপল মুখর ক্লাব, বাবুপাড়া ক্লাব এবং যুব সংঘ। জেলার সেরা পুজো-ফালাকাটা কলেজ পাড়া, মসল্লাপট্টি সার্বজনীন দুর্গাপুজো এবং মুক্তিপাড়া দুর্গাপুজো কমিটি।
জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক সিপ্রিয়ানুস বাক্সে বলেন, ‘এবার বিশ্ব বাংলা শারদ সম্মান-২০১৯’এর জন্য জেলার মোট ২৭টি পুজো কমিটি আবেদন করেছিল। এই ২৭টি পুজো কমিটির মণ্ডপে গিয়ে আমরা সবদিক খতিয়ে দেখেছি। তারমধ্যে বিচারকরা তিনটি বিভাগে মোট ৯টি পুজো কমিটিকে পুরস্কারের জন্য বেছে নিয়েছে। তিনটি বিভাগের পুজো কমিটিগুলিকে রাজ্য থেকে পুরস্কৃত করা হবে।’