ডিজিটাল ডেস্ক : আজকে ত্রিপুরা (Tripura) উপনির্বাচনের (By Election) ফলাফল প্রকাশ হয়েছে। এই উপ-নির্বাচনে চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতে বিজেপি জয় পেলেও একটি কেন্দ্রে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে জয় পেয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। অন্যদিকে কংগ্রেসের জয়ের পর রীতিমতো রণক্ষেত্র তৈরি হলো রাজধানী আগরতলায়। আগরতলায় (Agartala) সুদীপ রায় বর্মনের জয়ের পর বিজয় উৎসবে মেতে ওঠে কংগ্রেস নেতা কর্মীরা। একের পর এক শীর্ষ নেতৃত্ব দপ্তরে আসতে শুরু করেন। অন্যদিকে বিজেপির (BJP) তরফ থেকেও বিজয় মিছিল বেরিয়েছিল। তার মধ্যেই একদল দুষ্কৃতী কংগ্রেস দপ্তরে হামলা চালিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস (Congress) অফিস থেকে বীরজিত সিনহাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়েছে। অভিযুক্তদের উদ্দেশ্য চলছে তল্লাশি। অন্যদিকে বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে গেরুয়া শিবির। বরং তাঁরা কংগ্রেসের বিরুদ্ধেই পালটা সন্ত্রাসের অভিযোগ এনেছে। পাশাপাশি কংগ্রেস নাটক করছে বলে বিজেপি তীব্র কটাক্ষ করেছে। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের জয়ের পর এহেন অশান্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
দশে দশ | 19.08.2022 | Daily Top 10 Breaking News
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more