ঘোকসাডাঙ্গা: তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র মাথাভাঙ্গা ২ ব্লক সহ সভাপতি প্রদীপ ভৌমিককে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৈতন্যের হাট বাজারে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অভিযোগ, এদিন চৈতন্যের হাট বাজারে একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী প্রদীপবাবুর ওপর আক্রমণ করে। তাঁকে মারধর করে টাকা ছিনতাই করে বলে অভিযোগ। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। ঘটনায় ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাক্তন প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা সোবান আলি মিয়াঁ ঘটনার খবর পেয়ে এলাকায় এলে তাঁকেও গালিগালাজ ও বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তিনিও এইবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের সহ সংযোজক ইন্দ্রজিৎ দেবনাথ জানান, মিথ্যা কথা বলে রাজনৈতিক রং লাগিয়ে ফায়দা তুলতে চাইছে তৃণমূল। রাজ্যজুড়ে তাঁদের ওপর আক্রমণ করা হচ্ছে। এদিন জমির মালিকের সঙ্গে ওই ব্যক্তির বিবাদ হয়েছে। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। এদিকে এই ঘটনার পর দুই দলই মিছিল বের করে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।