বালুরঘাট: তৃণমূল কর্মী ও ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে ধর্নায় বসলেন তৃণমূল প্রার্থী। বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে শনিবার রাতে চাঞ্চল্য ছড়ায়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন রাত ১০টা নাগাদ ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরীর বাড়ির সামনে ধর্নায় বসেন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের বাসিন্দা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যা থেকে তিনি দলীয় প্রার্থী শান্তনু চৌধুরীর বাড়িতেই ছিলেন। সুকান্তবাবুর উপস্থিতিতেই শান্তনু চৌধুরী তৃণমূল কর্মী ও ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ।
তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তীর অভিযোগ, ‘টাকা দিয়ে তৃণমূল কর্মী ও সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু বালুরঘাটের মানুষ এসব মেনে নেবে না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।’
বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরীর বক্তব্য পাওয়া না গেলেও বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের মতো বিজেপির অত টাকা নেই। তাই টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ভিত্তিহীন।’
আরও পড়ুন:নাবালিকাকে মারধরের অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ