উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোথাও চড়াম চড়াম শব্দে বাজছে ঢাক, কোথাও বা দেদার বিলি হচ্ছে গুড়-বাতাসা-নকুলদানা। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেপ্তার হতেই তাঁর শেখানো পথেই উল্লাসে মাতল গেরুয়া শিবির। এদিন আসানসোল কোর্ট মোড়ে আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্র পাল বাতাসা ও নকুল দানা বিতরণ করেন। অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) জানান, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর আরেক চোর ধরা পড়লো আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ অনুব্রতর বাড়িতে ঢোকে সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তার পর অনুব্রতকে বাড়ি থেকে বার করে গাড়িতে বসানো হয়। বোলপুরের নীচুপট্টি থেকে গাড়ি ছোটে আসানসোলের পথে। অনুব্রতর গাড়ি যখন বোলপুর ছেড়ে বেরোচ্ছে, তখনই রাস্তার দু’ধারে উৎসুক জনতার ভিড় চোখে পড়ছিল। তাঁরা কেউ জয়ধ্বনি দিচ্ছিলেন, আবার কারও মুখে ছিল কটুক্তি। এর পরই ঢাকের বাজনার সঙ্গে গুড়, বাতাসা বিলির খবর আসতে থাকে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বিজেপির নেতা কর্মীরা পথে নেমে গুড়, বাতাসা, নকুলদানা বিলি করতে শুরু করেন। কলকাতায় বিজেপি নেতা কল্যাণ চৌবের নেতৃত্বে বিজেপি (BJP)কর্মীরা পথে বেরিয়ে বাতাসা, নকুলদানা বিলি করে বিজেপি। বউবাজারের বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে গুড়, বাতাসা বিলি করা হয়।
আরও পড়ুন : অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর কড়া বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের