তুফানগঞ্জঃ মঙ্গলবার তুফানগঞ্জ(Tufanganj) ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল করে তৃণমূল। সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হয়েছে। সে কারণেই তৃণমূল ভয় পেয়ে শক্তি প্রদর্শন করতেই এই বাইক মিছিল বলে অভিযোগ বিজেপির।
বিজেপির ২৯/৩০ মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন, তৃণমূলের গোষ্ঠীকোন্দল, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, সারের কালোবাজারি ইত্যাদি কারণে সাধারণ মানুষ শাসক দল তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই এলাকার মানুষ বিজেপিতে যোগদান করেছেন। তাই তো তৃণমূলের বাইক মিছিলে হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থককে দেখা গিয়েছে। আগামী দিনে সাধারণ মানুষ তাঁদের থেকে সরে আসবে। তাঁরা যদি মুখ্যমন্ত্রীকেও এখানে নিয়ে আসেন তবুও জনজোয়ার আর হবে না।
তৃণমূলের তুফানগঞ্জ-১ ব্লক বি এর সভাপতি প্রদীপ বসাক বলেন, এলাকার মানুষকে সচেতন, অবগত করতেই এই বাইক মিছিল বের করা হয়। বিশেষ করে নিশীথ প্রামাণিকের কুকর্ম, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও গ্রেপ্তার না করা, একশো দিনের টাকা নিয়ে টালবাহানা ইত্যাদির বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই এই বাইক মিছিল করা হয়। একটা রাজনৈতিক মিছিলে অত আইন বজায় থাকে না। তাই অনেকেই হেলমেট ছাড়াই মিছিলে অংশগ্রহণ করেছেন। সকলকেই যদিও বলা আছে হেলমেট পড়ে দুজনের বেশি এক বাইকে যাতে না ওঠে।