মেটেলি: মেটেলির বেহাল কুর্তি সেতু সংস্কারের দাবিতে সরব হল বিজেপি। শীঘ্রই সেতু সংস্কার না হলে জানুয়ারিতে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার কথা জানান বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী। মেটেলি বাজার থেকে ইনগু, চিলোনি, নাগেশ্বরি, জুরন্তি চা বাগান যাওয়ার রাস্তায় কুর্তি নদীর ওপর রয়েছে ওই বেহাল সেতু। মেটেলি বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকার ওই সেতুটির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। সেতুটির নীচে দু’পাশে ফাটল ধরেছে। সেতুর নীচে শ্যাওলা ও আগাছায় ভর্তি হয়ে গিয়েছে। সেতুর সামনে রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে। যে কোনও সময় সেতুটি ভেঙে বড় কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। এদিন অমিত ছেত্রী জানান, তাঁদের বিধায়ক পুনা ভেংরা বহুবার বেহাল সেতুর কথা প্রশাসনকে জানিয়েছে। বিরোধী দল হওয়ায় সরকার তাঁদের কথা শুনছে না। দ্রুত ওই সেতু ও রাস্তা মেরামত না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
আরও পড়ুন : মাদারিহাটের বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব